ভালুকায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হলেন আনোয়ারা নীনা

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনায় জাতীয় শিক্ষা সপ্তাহ -২০১৯ এ বিভিন্ন মানদন্ডে যাচাই বাচাইয়ের মাধ্যমে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান, শ্রেষ্ঠ প্রতিষ্ঠানসহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্বের নিরুপন করা হয়েছে। ভালুকা উপজেলায় ২০ মার্চ, ২০১৯ খ্রি. এ ফলাফল ঘোষণা করা হয়। এ ফলাফলে দেখা যায়, ভালুকা উপজেলায় ৭ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন ভালুকার ঐতিহ্যবাহী হালিমুন্নেছা চৌধুরাণী মেমোরিয়াল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অানোয়ারা নীনা। এ বিদ্যালয়টি এ বছর ভালুকা উপজেলায় শ্রেষ্ঠত্বের তালিকায় প্রায় সকল বিষয়ে একক অাধিপত্য স্থাপন করেছে। অর্থাৎ ৯টি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ বিদ্যালয়টি উপজেলায় শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে নির্বাচিত হয়েছে। উপজেলায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হন এ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সামিউল ইসলাম (২য় বার)। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হন এ বিদ্যালয়ের শরীর চর্চা শিক্ষক শরীফা বেগম। শ্রেষ্ঠ শিক্ষার্থী নির্বাচিত হন এ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তনুশ্রী সরকার। শ্রেষ্ঠ স্কাউট নির্বাচিত হন ১০ম শ্রেণির ছাত্রী কুলসুমা ।শ্রেষ্ঠ স্কাউট গ্রুপ নির্বাচিত হন এ বিদ্যালয়ের স্কাউট গ্রুপ। লোক নৃত্যে এবং উচ্চাঙ্গ নৃত্যে শ্রেষ্ঠ হন এ বিদ্যালয়ের শিক্ষার্থী রোপা রেমা এবং সুমাইয়া জামান স্নিগ্ধা। অর্থাৎ ৯টি ক্যাটাগরিতে এ বিদ্যালয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।এ কৃতিত্ব ভালুকা উপজেলায় কোনো একক শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রথম। শুধু তাই নয়, ৭ম বারের মতো শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হওয়ার ইতিহাস ময়মনসিংহ জেলায় এই প্রথম।